ছাতকে ১৯০ জন মুক্তিযোদ্ধা পেলেন স্মার্ট আইডি কার্ড

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

সিলেট বিভাগের মধ্যে প্রথম সুনামগঞ্জের ছাতকে ১৯০ জন বীর মুক্তিযোদ্ধা পেয়েছেন স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট। সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হলরুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড আনুষ্ঠানিক বিতরণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা তৌফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী প্রমুখ। অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর হাতে প্রথম স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আলহাজ্ব গোলাম মোস্তফা, আজাদ মিয়া, লাল মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান হুমাউন কবির রুবেলসহ বীর মক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *