কামরুল ইসলামঃ জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি-
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পদ পেয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাছুম আহমেদ মিলাদ।
রোববার (৩১ জুলাই) রাতে সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদায়ন করা হয়।
মাছুম আহমেদ বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসাবে কেন্দ্রীয় কমিটির অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। সেই সাথে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার প্রতি এবং দেশবাসী সবাই নিকট দোয়া ও ভালোবাসা চাই।
শেয়ার করুন