‘আবার আসিবো ফিরে, এই সিলেটে’

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। বিকাল ৪টা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। বক্তব্যে তিনি সিলেটের সার্বিক উন্নয়নের কথা স্মরণ করিয়ে উপস্থিত জনতার মধ্যে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, আল্লাহ জন বুঝে ধন দেন। বিএনপি ক্ষমতায় থাকালে যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস পায়নি, আওয়ামী লীগের আমলে সেসব স্থানেই গ্যাসের সঙ্গে তেলও পাওয়া গেছে। বিএনপির আমলে মিললে এসব তারা লুটেপুটে খেতো, কিন্তু এসব সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করছি।

পরে বক্তব্য শেষ করে তিনি বলেন, ‘আবার আসিবো ফিরে এই সিলেটে। এর আগে ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *