ছাত্রলীগ কর্মী তুষার খুন জিন্দাবাজার থেকে প্রধান আসামি পারভেজ গ্রেফতার

সিলেট

সিলেটে ছাত্রলীগ কর্মী তুষার আহমদ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি টিম। গ্রেফতার হওয়া পারভেজ (২৬) সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার তাজুদ মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, ১৫ এপ্রিল রাতে নগরীর শাহীঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজসহ ৯-১০ জন হামলা চালিয়ে খুন করে এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র তুষার আহমদ চৌধুরীকে। তুষার নগরীর রায়নগর এলাকার অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে মামলার প্রধান আসামীকে পারভেজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পারভেজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে নগরীর বড়বাজার এলাকা থেকে পুলিশ মামলার অপর আসামী জাবেদকে গ্রেফতার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *