বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ৯টা। পরে সাড়ে ৯টার দিকে শূন্য উপস্থিতি দেখে পরীক্ষার হলগুলো থেকে শিক্ষকরা বেরিয়ে যান।
শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নিশ্চয়তা না পেলে পরীক্ষার হলে ফিরবেন না তারা। দাবি আদায়ে পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন তারা।
শেয়ার করুন