লাখাইয়ে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা

হবিগঞ্জ

 

এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
সকাল ১১ ঘটিকায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে একযোগে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
লাখাইয়ে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ এর শুভ উদ্বোধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর বেলা উপজেলা হ্যালিপ্যাড মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাসুদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান মিশু।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সাইফুল্লাহ, পবিত্র গীতা থেকে পাঠ করেন কাজল চন্দ্র দাস।
“প্রানী সম্পদ ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” উপজীব্যকে সামনে রেখে আলোচনায় অংশ নেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,খামারী হোসাইন আহমেদ প্রমুখ।
সভায় বক্তাগন বলেন হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে প্রানী সম্পদ উন্নয়নে সম্ভাবণাময় অন্চল।এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে লাখাইয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় প্রানী সম্পদ এর উন্নয়ন বিকশিত হচ্ছে। প্রানীজ আমিষ উতস গবাদিপশু পালনের মাধ্যমে আমাদের লাখাই এখনো মাংস,ডিম ও দুগ্ধ উৎপাদনে উদ্বৃত্তের কাছাকাছি পর্যায়ে রয়েছে।
এ ক্ষেত্রে খামারী সহ সকলের ঐক্য বদ্ধ প্রয়াসের মাধ্যমে মাংস, ডিম,দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে লাখাইকে উদ্বৃত্তের উপজেলায় উন্নীত করতে হবে।
শেষে প্রানী সম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সহ অতিথি বৃন্দ।
প্রদপ্রদর্শনীতে উন্নত জাতের দেশী,বিদেশি গরু,ছাগল,ভেড়া,কবুতরের ২০ টি স্টল স্থান পায়।
বিকেলে প্রদর্শনীতে অংশ নেয়া স্টল গুলোর মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা খামারিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *