জকিগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

সিলেট

সিলেটের জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাকৃতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার বাউরভাগ দক্ষিণ এলাকার জলাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮) ও  নিজ বাউরভাগ পর্ব এলাকার আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২)।

জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জকিগঞ্জের শাহগলি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বাবুল আহমেদ ও এবাদুর রহমানেকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।

শনিবার এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *