সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী, বীরশ্রী, বারহাল ও কাজলশাহ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৩৫টি পরিবারের মধ্যে সুইডিশ সিডার অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও এফআইভিডিবির বাস্তবায়নে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে নগদ ৪৫০০ টাকা করে অর্থ বিতরণ করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক স্হানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট জাকারিয়া বন্যায় ক্ষতিগ্রস্হ ৭৩৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম ফয়সাল, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী ও বারশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার চৌধুরী, এফআইভিডিবি সিডা প্রকল্পের কো- অর্ডিনেটর প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য, মনিটরিং এন্ড ইভালোশন অফিসার (সূচনা) শরিফ আল হাসান পাবেল, ইউনিয়ন কো- অর্ডিনেটর হিফজুর রহমান সহ সংশ্লষ্ট ইউপির ওয়ার্ড সদস্যবৃন্দপ।
শেয়ার করুন