জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সিলেট

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বটরতল বাজারে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপের ধাক্কায় ময়নুল হক (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায় এ সময় পিকআপটি কালিগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহগলী বাজারে উদ্দেশ্যে ছেড়ে আসা গাড়ি বটরতল বাজারে আসা মাত্র পেছন থেকে বাসের ধাক্কায় পিকআপটি পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু স্থানে উল্টে যায়। গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

এক সাথে দু’জন রাস্তা পারাপারের সময় ময়নুল হক এই দুর্ঘটনার শিকার হন। অপর পথচারী জলিল আহমদকে গুরুতর আহত অবস্থা হাসপাতালে পাঠানো হলে পথেই তিনি মৃত্যুবরণ করেন। নিহত ময়নুল হক ও আহত জলিল আহমদের বাড়ি উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামে।

এই বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে এখনো আমরা বিস্তারিত জানিনা। তবে শুনেছি মইনুল হক নামে একজন হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *