জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন; দ্বিতীয় ব্যাচ আজ শুরু

মৌলভীবাজার

মোঃসরওয়ার, সিলেট লাইন প্রতিনিধিঃ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের আরো দক্ষ, সাহসী ও কৌশলী করে গড়ে তুলতে তিনদিন ব্যাপী ফ্রি-প্রশিক্ষণ কর্মশালা ৩মে বুধবার রাত ৮টায় শুরু হয়ে রা ১২ঘটিকায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে পহেলা মে রাত ৮টায় ভার্চুয়ালে সারাদেশের ২শ সাংবাদিককে নিয়ে কোর্সটি শুরু হয়। ৩ মে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের ২শ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী সেশন আজ বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে।

সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতায় নীতি নৈতিকতা, গঠনমূলক আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা আইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টি, গুজব ঠেকাতে করণীয় বিষয়ক ধারণা দেয়া হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন।

অতিথি ও রিসোর্স পারসন হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, গণমাধ্যম বিষয়ক গবেষক ও প্রবাসী সাংবাদিক ড. মুজিবুর রহমান দফতরী, বাংলাদেশী পতাকাবাহী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহবুবুর রহমান সোহাগ, সময় টেলিভিশনের রতন সরকার, আমাদের সময়ের মেহেদী হাসান, বিএমএসএফের আইটি প্রধান ও গবেষক ড. তাওহীদ হাসান, আইটি উপ-প্রধান হাসানুর রহমান সুমন বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন।

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে শাখাসমুহের অংশগ্রহণে ১৪ দফার স্বপক্ষে প্রচার প্রচারণা, সাংবাদিক প্রশিক্ষণ, আলোচনাসভা, গুণীজন সম্মাননা, সেরা,সাহসী ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা, সেরা শাখা ও সেরা সংগঠকের সম্মাননা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন সদস্য সংগ্রহ। এ সকল কর্মসূচী সফল করতে শাখা সমুহের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র আগামী ২০ মে ঢাকায় অনুষ্ঠিতব্য আয়োজনে বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে। সংগঠনটি ইতিপূর্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১ হাজার সাংবাদিককে বুনিয়াদি ও ৩শ জনকে সাংবাদিকতায় লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করে।

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের সদস্য, জাতীয় পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

বক্তারা সরকারের মাননীয় আইনমন্ত্রী কর্তৃক বুধবারে গৃহীত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনকল্পে বিশেষ কমিটি গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩২ ধারা বাতিলসহ সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাগ্রস্থ করে এমন ধারা সকল সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের সমন্বয়ে চিহ্নিত করে সংশোধন করতে অনুরোধ জানান। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন,সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড প্রদানসহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *