জাতীয় শোক দিবসে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট

 

উপজেলা প্রতিনিধি(সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৭ আগস্ট) বিকাল ৩ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসনের সাংসদ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামিম আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজুলুল হক,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির,রফিকুল হক,তেরা মিয়া,যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ভুট্টু,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন।পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন,সাধারণ সম্পাদক মতিউর রহমান,পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দীন চৌধুরী,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার ফয়জুর রহমান(চেয়ারম্যান), সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন,দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিম।পূর্ব ইসলামপুর ইউ/পি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলীম,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা,সাধারণ সম্পাদক তামান্না হেনা।কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রুপক চন্দ্র দাস।তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম।

এছাড়াও এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পবিত্র কোর’আন তেলাওয়াত ও দো’য়া পরিচালনা করেন মোহাম্মদ জুনায়েদ আমানী ও পবিত্র গীতা পাঠ করেন প্রবাস সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *