জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ওসমানী হাসপতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন

সিলেট

এন্ডোলাইট বাংলাদেশ আত্ব মানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে
………………….জেনারেল মাহবুবুর রহমান
সিলেট এম. এ জি ওসমানী মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, এন্ডোলাইট বাংলাদেশ আত্ব মানবতার সেবায় সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাতীয় শোক দিবস বাঙালি জাতির শোকের দিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি স্বাধীন সুন্দর ও সফল দেশ পরিচালনা করা। সেই স্বপ্নের অংশ হিসেবে আমাদের অর্থোপেডিক বিভাগ যে উদ্যোগে নেওয়া হয়েছে সেটি প্রশংসনীয় উদ্যোগ। এন্ডোলাইট বাংলাদেশ এর উদ্যোগে একজন অসহায় মানুষকে যে সাহায্য সহযোগীতা করেছে তা প্রশংসনীয়। আমাদের সরকার এই মেডিকেলে দশ টাকা টিকেট দিয়ে বিনামূল্যে রোগীদের সেবা দিয়েছে পৃথিবীর কোনো দেশে সেটা আছে আমার ধারণা নেই। আমাদের দেশের সরকার প্রচুর টাকা দিচ্ছে কিন্তু আমাদের দুভাগ্য যে আমরা সেই অর্থগুলো বিভিন্ন দুর্নীতি ও স্বজনপ্রীতি থাকার কারণে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এরপরও আমাদের সরকার যে বাজেট দিয়েছে সেই পরিমান অর্থ জনবল আছে যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে সাফল্য পাওয়া যাবে। আমরা আশা করি ভবিষ্যতেও এন্ডোলাইট বাংলাদেশ সবসময় আমাদের পাশে থাকবে।

সভাপতি বক্তব্যে সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল এর অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শংকর কুমার রায় বলেন, এন্ডোলাইট বাংলাদেশ আজকে যে উদ্যোগ নিয়ে যে উপহার দিয়েছেন তার কোনো তুলনা করা যায় না। রোগী মোঃ মুজিবুর রহমানকে এন্ডোলাইট বাংলাদেশ সাহায্য সহযোগীতা করার জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি। প্রতিবছর ওসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক বিভাগের উদ্যোগে পঙ্গু রোগীদের বিনামূল্যে কৃত্রিম পা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে অর্থোপেডিক সার্জারী বিভাগ সিলেট এম. এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনে এন্ডোলাইট বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিলেট এম. এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট এম. এ জি ওসমানী মেডিকেল এর অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শংকর কুমার রায় এর সভাতিত্বে ও এন্ডোলাইট বাংলাদেশ এর টেকনিক্যাল এডভাইজার মোঃ পারভেজ হোসেন খান, ডাঃ জাবেদ মিনহাজ সিদ্দিকী (সহকারী রেজিষ্টার) এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেট এম. এ জি ওসমানী মেডিকেল অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফারুকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডাঃ বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক ডাঃ আব্দুস সুবহান রাহিন, অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ গৌতম বরুণ মিস্ত্রী, সিলেট এম. এ জি ওসমানী মেডিকেল এর অর্থোপেডিক বিভাগের রেজিষ্টার ডাঃ মাসউদুর রহমান, ডাঃ মোঃ মুসা, ডাঃ সৈয়দ মাহবুবুল হাসান, সিলেট এম. এ জি ওসমানী মেডিকেল এর (আর এস) আবাসিক সার্জন অর্থোপেডিক এন্ড ট্রমাটোলজি ডাঃ ফয়সল আহমদ মুহিন, এন্ডোলাইট বাংলাদেশ এর টেকনিশিয়ান এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ জাহাঙ্গীর আলম, এসিসট্যান্ট টেকনিশিয়ান এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ সেলিম মোল্লা প্রমুখ।

সাহায্য সহযোগীতা পেয়ে আনন্দের সাথে মোঃ মুজিবুর রহমান বলেন, সিলেট এম.এজি ওসমানী মেডিকেলের ডাঃ শংকর কুমার রায় স্যারের মাধ্যমে এন্ডোলাইট বাংলাদেশ পক্ষ থেকে পা পেয়ে আমি মনে করি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *