জামাত-শিবিরকে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করার দাবীতে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার মানববন্ধন

সিলেট

মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন মওদুদীবাদী জামাত-শিবিরকে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি মাছুম আহমেদ এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি হোসাইন সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আর সুহাগ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক তানিম রহমান, রহমান তালুকদার, রাহিয়ান আহমেদ, তাহিদ আহমদ, মাহিন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে জামাত-শিবির একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রত্যেক নেতাকর্মীদের সজাগ থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে। দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আগামীতেও জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *