জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত

সিলেট

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন সংস্থার প্রধান কার্যালয় স্কলার্স রেসিডেন্স-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি তমাল আহমদ মজুমদার’র সভাপতিত্বে ও সংস্থার প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীম’র সাবলীল উপস্থাপনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত থেকে আগত সংস্থার সম্মানিত অতিথি আব্দুল্লাহ হুসেন মজুমদার।

আরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থা’র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বুরহান উদ্দিন, সাধারন সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, মাওলানা হারুনুর রশীদ, আজিজুল হক মন্ডল, অরবিন্দু বর্মণ বিন্দু, শিব্বীর আহমদ, সমাজসেবী আহমদুল হক চৌধুরী বেলাল,শামীম আহমদ, এটিএম ফয়সাল, মাওলানা আব্দুল হাসিব প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার সদস্য মাও,তাজুল ইসলাম তাজ।

সভায় সংস্থার উন্নয়ন ও সমাজে জরুরী প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা সেবা ঔষধসহ ক্যাম্পেইন  বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা  ও বিভিন্ন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিলেট মহানগর কমিটির গঠন প্রক্রিয়া চলমান রয়েছে বলে সভায় জানানো হয়। প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী তমাল আহমদ মজুমদার প্রবাস যাত্রা উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাসিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *