এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
আজ জেলা প্রশাসন সভাকক্ষে ‘হাওরের শিশুদের শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপে প্রধান অতিথি ছিলেন জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ। সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কে এম এনামুল হক, উপপরিচালক, গণসাক্ষরতা অভিযান। মূল প্রবন্ধ পাঠ করেন ড. মোঃ জহিরুল হক শাকিল, অধ্যাপক, শাবিপ্রবি, সিলেট। তিনি হাওরের শিক্ষা বিষয়ে তাঁর গবেষণালব্ধ ফল উপস্থাপন করেন। প্রধান অতিথি জনাব ইশরাত জাহান তাঁর বক্তব্যে হাওর অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ তুলে ধরেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে উন্মুক্ত আলোচনা পর্বে লাখাই উপজেলার ইউএনও জনাব মোঃ শরীফ উদ্দিন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, হাওর বেষ্টিত ইউনিয়নসমূহের ইউপি চেয়ারম্যানগণ, এনজিও প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং হাওরের পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব পেশ করেন।
শেয়ার করুন