ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু

সিলেট
বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে এবং ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অবদান তৎকালীন সময় নতুন স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার (১৬ মে) ‘জীবন বীমা কর্পোরেশন’ দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে। স্মার্ট অর্থনীতির উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। এসময় বীমার ১৩ জন দাবীর কাছে চেক হস্তান্তর করেন তিনি।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান।

এসময় সিলেট জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *