টপক্লাস ও মডেল কোম্পানীগঞ্জ বিনিমার্ণের প্রত্যয় মন্ত্রী ইমরানের “

সিলেট

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের নৌকা প্রতীকের সমর্থনে থানা বাজার বিদ্যালয় মাটে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারী ৩ ঘটিকায় থানা বাজার স্কুল মাঠে শুরু হওয়া সমাবেশে গণ গণ মিছিলে উপজেলার ভিবিন্ন ভিবিন্ন ইউনিয়ন -ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার, বাদ্য-বাজনা সহকারে নেতাকর্মীরা নেচে-গেয়ে নৌকা নৌকা স্লোগানে বিশাল সমাবেশে এসে যোগদান করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া ও যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ।

ইমরান আহমদ বলেন-নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়; কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে,রাস্তা-ঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সেবা করার সুযোগ দেবেন—সেটাই আমি চাই।ইমরান আহমদ আরো বলেন-আমি এই জনসমুদ্রে দাঁড়িয়ে প্রত্যয় ব্যাক্ত করছি-কোম্পানীগঞ্জ উপজেলাকে টপক্লাস মডেল উপজেলা হিসেবে বিনিমার্ণ করবো।শিল্পর দিকে কোম্পানীগঞ্জকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

নৌকা মার্কার সমর্থনে বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান -এড.নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এড.আজমল, আইন বিষয়ক সম্পাদক এড.আজমল আলী সহ প্রমুখ। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম,জৈন্তা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *