ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র আজ থেকে বন্ধ, লোডশেডিং আরও বাড়বে

সিলেট

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে আজ সোমবার থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ‘আজ থেকেই ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকবে। ফলে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমবে। সে কারণে পর্যায়ক্রমে সারাদেশে লোডশেডিং বাড়বে। পর্যায়ক্রমে সারাদেশে ১ ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হবে। আমাদের গ্যাসেরও সংকট আছে। সে কারণেও বিদ্যুৎ উৎপাদন কমেছে। ফলে মোট বিদ্যুৎ উৎপাদন কমবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মেগাওয়াট। কখন, কোন এলাকায়, কতক্ষণ লোডশেডিং হবে, তা আমরা আগে থেকে জানিয়ে দেবো।’

বিদ্যুৎ পরিস্থিতি কোন সময় নাগাদ স্বাভাবিক হবে বলে মনে করছেন, জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি পুরোপুরি নির্ভর করছে জ্বালানির মূল্যের ওপর। বিশ্ববাজারে জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ক্রমাগত বাড়ছে। বিশ্ববাজারে এর দাম কমার ওপর নির্ভর করছে দেশের বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতির উন্নয়ন।’

পেট্রোল পাম্প বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘পেট্রোল পাম্পগুলো বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা করব। পাম্প মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত হলে তা কয়দিন বা কতক্ষণ বন্ধ থাকবে, আমরা সময়সহ বিস্তারিত জানিয়ে দেবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *