ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

রাজনীতি

অবশেষে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (১০ জুন) দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মু.আতাউর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে যোগাযোগ করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি।’

এর আগে শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশের অনুমতি পাবে কি না সে সিদ্ধান্ত শুক্রবার রাতে অথবা শনিবার সকালের মধ্যে জানাবে ঢাকা ডিএমপি।

জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন, জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।’

গোলাম ফারুক বলেন, ‘জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না। আমরা তথ্য পেয়েছি।’

উল্লেখ্য, মাঠের রাজনীতিতে আবারও সরব হতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে ১০ জুন সমাবেশ করতে চায় দলটি।

বারো বছর যাবৎ বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছেন। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা শুধু সময়ের ব্যাপার— এমন কথাও বলেছেন কয়েকজন মন্ত্রী।

সমাবেশ করার অনুমতি চাইতে গত ২৯ মে জামায়াতে ইসলামীর আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনার অফিসে গিয়েছিল। গত ৫ জুন সমাবেশের জন্য এ দিন ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চাইতে গেলে জামায়াতের কয়েকজন নেতাকে আটক করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দ্রুতই তাঁদের ছেড়ে দেওয়া হয়। সমাবেশের অনুমতিও মেলেনি। পরবর্তীতে ১০ জুন সমাবেশের অনুমতি চায় জামায়াতে ইসলামী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *