তপোবন যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট

নগরীর আখালিয়া তপোবন আবাসিক এলাকার তপোবন যুব সমাজের উদ্যোগে এলাকায় বসবাসরত সকলের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২১ মার্চ (১০ রমজান)বৃহস্পতিবার মসজিদ প্রাঙ্গণে তপোবন যুব সমাজের তত্বাবধায়‌নে বি‌ভিন্ন শ্রেণি পেশার প্রায় ২৫০ জন মুসল্লি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

তপোবন জামে মসজিদের সভাপতি আ.ন.ম.ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পূর্বে দোয়া পরিচালনা করেন তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি নোমান সাদী।

ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত সকলে তপোবন যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে যুব সমাজের প্রতি আহবান জানান উপস্থিত মুরুব্বীয়ানগণ।

তারা আরও বলেন প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল করার যে উদ্যোগ এ সমাজের যুবকেরা নিয়েছে সেটা খুব ভালো উদ্যোগ ও নেকীর কাজ। এ ইফতার মাহফিল যাতে প্রতিবছর চলমান থাকে এজন্য আমরা যুবকদের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো এবং এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করবো ইনশা-আল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *