তামিম নির্বাচনী প্রচারণায় আসলে ভালো ভাবেই নিবেন সাকিব

খেলাধুলা

দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব-তামিমের বন্ধুত্বের কথা সকলেরই জানা। ক্যারিয়ারের প্রায় অধিকাংশ সময়ই নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল তারকা এই দুই ক্রিকেটারের। বাংলাদেশের অনেক জয়ের নায়কও তারা। তবে, বর্তমানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দুইজনই যেন হাঁটছেন ভিন্ন পথে।

তামিম আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে রয়েছেন দূরে, আর সাকিব ব্যস্ত সময় পার করছেন নির্বাচনি প্রচারণায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন সাকিব। ইতোমধ্যেই নিজ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে সেই আগের মতো সুসম্পর্ক না থাকা তামিম যদি সাকিবের নির্বাচনি প্রচারণা এসে যোগ দেন তাহলে ব্যাপারটিকে কীভাবে দেখবেন টাইগার অলরাউন্ডার সাকিব। এক সাক্ষাৎকারে সেটিই জানিয়েছেন তিনি।

এ সময় সাকিব জানান, তামিম যদি নির্বাচনি প্রচারণায় আসেনও ব্যাপারটিকে ভালোভাবেই দেখবেন তিনি। সাকিব বলেন, ‘অবশ্যই ব্যাপারটিকে ভালোভাবে নিবো। কেনো ভালোভাবে নিবো না?’

এবার নির্বাচিত হলে মাগুরায় কী কাজ করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘কী করবো এখনই বলা মুশকিল। এখানে অনেক কৃষি জমি। কৃষক অনেক বেশি। কৃষি বাদে এখানের উন্নয়নটা সম্ভব না। কৃষিতে উন্নয়ন আনতে হবে। শিক্ষা এবং চিকিৎসা এই দুইটা আরও জায়গা যেখানে কাজ করার আছে। এছাড়া আইটিতেও কাজ করার জায়গা রয়েছে।’

এদিকে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেনেন কী না এমন প্রশ্নের জবাবে তারকা এই ক্রিকেটার বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে, দুইবার দেখাও হয়েছে। টেলিভিশন আছে, লাঙ্গল আছে এবং একজন ডাব মার্কায় আছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *