এটাই কি মেসিদের বিশ্বকাপ জার্সি

খেলাধুলা

ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘মুন্ডো আলবিসেলেস্তের’ মালিক রয় নেমার। আর্জেন্টাইন দলের হাঁড়ির খবর প্রায়ই ফাঁস করেন তিনি। গত ৩০ জুন নিজের টুইটারে একটি জার্সির ছবি দিয়ে তার ক্যাপশনে লেখেন, ‘২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে কাতার বিশ্বকাপের হোম জার্সি হবে আর্জেন্টিনার। যেটা ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাস প্রকাশ করবে।’

এর পরের টুইটে অ্যাওয়ে জার্সির একটা ছবিও পোস্ট করেছিলেন রয় নেমার, যা গত কয়েকদিনে বেশ ভাইরাল হয়। ২০১৪ বিশ্বকাপটা আর্জেন্টিনার জন্য ভীষণ বেদনার। সেবার ফাইনালের মঞ্চে উঠেও জেতা হয়নি কাঙ্ক্ষিত শিরোপা।

এবার ২০১৪-এর ভুল শুধরে কাতারের আঙিনা রাঙাতে চান মেসিরা। ২১ নভেম্বর থেকে শুরু বিশ্বকাপ। এবার ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডকে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *