সিলেটের দক্ষিণ সুরমায় (ঢাকা-সিলেট) মহাসড়কে তেলের ট্যাংক লরি ধাক্কায় খাদে পড়ে অটোরিকশার (সিএনজি) এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার সাতমাইল বেতসান্দি ফকিরের গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার থানার এসআই শাফি মাহমুদ রাসেল।
তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুপুর পৌনে ১টার একটি ট্যাংক লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। লালাবাজার-রশিদপুর এলাকার মধ্যবর্তী আসা মাত্র বিপরীতমুখী অটোরিকশার (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে।
ঘটনাস্থলেই অটোরিকশার নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েজন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক লরির চালক ও লরি আটক করেন।
শেয়ার করুন