দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিক্ষকদের সম্মাননা ও ২০২৩ সালে নবীন যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ করল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখা। (৪ফেব্রুয়ারি) শনিবার সকালে উপজেলার গণমিলনায়তন হলরুমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ২০২২ নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও অবসর প্রাপ্ত সহঃ শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখার আয়োজনে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিপ্রা রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বদরুল হাসান,শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সানোয়ারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদানকরা হয়। এছাড়াও অবসর প্রাপ্ত ১১ জন সহঃ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির দিরাই উপজেলা শাখার সভাপতি নরোত্তম রায়ের সভাপত্বিতে এবং সহসভাপতি মো: বকুল রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ গুলজার হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক অসীম তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলীমুল হক । প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম.আব্দুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার রাজন কুমার শাহা,দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর,
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিত চৌধুরী,সাধারণ সম্পাদক সুদিপ্ত দাস,শিপ্রা রায়,স্মৃতি রানী রায়,দিবাকর দাস,সহকারী শিক্ষক জালাল উদ্দিন মিয়া,সজিত মিয়া,জসিম উদ্দিন,প্রতিভা রানী দাস,নাজমুন নাহার চৌধুরী,তাপস চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপিকা দাস,সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখার সহসভাপতি বিশ্বজিত দাস,অর্থ সম্পাদক বন মজুমদার,সহ সাংগঠনিক সম্পাদক মো: উজ্জ্বল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস,ক্রীড়া সম্পাদক আবু হেনা চৌধুরী, নাজিয়া মাহমুদ মুক্তি,রাজিব তালুকদার মোঃ মোজাম্মিল চৌধুরী সৌরভ,সুকান্ত হাজরা প্রমুখ।
শুরুতে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন সহকারী শিক্ষক রাজীব তালুকদার,সৌরভ চৌধুরী,সৃষ্টিপ্রিয়া চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত পাঠ করেন সহকারী শিক্ষক সুয়েদ আমীন,গীতা পাঠ করেন মনিকা রানী ধর।
শেয়ার করুন