দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে দেব না : প্রধানমন্ত্রী

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও তার মিত্ররা নির্বাচনের জন্য নয় বরং দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায়। তিনি বলেন, ‘দেশকে কেউ অন্ধকারের যুগে ঠেলে দিতে পারবে না।’

সোমবার (১৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ, যার জন্ম হয়েছিল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর আমরা তাঁর আদর্শ অনুসরণ করেই এ পরিবর্তন আনব।’

জাতীয় নির্বাচন পরিচালনার জন্য বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করা হবে বলে বিএনপির দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

তিনি প্রশ্ন রেখে বলেন,‘কেন তারা এটা চায়? তাদের প্রত্যাশা কী? ২০০৮ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছিল। ওই নির্বাচনে তারা পেয়েছিল মাত্র ৩০টি আসন। আর আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি আসন। বিএনপিকে এটা মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে ততদিন গরিবরা খাবার পায়, আশ্রয় পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ বাড়ি, ঠিকানা ও জমি ছাড়া থাকবে না। এ লক্ষ্য পূরণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আর এই জিনিসটাই তারা সহ্য করতে পারছে না। সাধারণ ও দরিদ্র মানুষ ভালো জীবনযাপন করছে এটা তারা পছন্দ করে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *