দোয়ারাবাজারে কবরস্থানের জমির রেকর্ড ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পঞ্চায়েতি মালিকানাধীন কবরস্থানের জমি ডিসি খতিয়ানে চলে যাওয়ার প্রতিবাদ ও জমির রেকর্ড ফিরে পেতে মানববন্ধন করেছে দুই গ্রামবাসী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর, আফছরনগর (প্রকাশিত শ্রীপুর)দুই গ্রামবাসীর যৌতব্যবহিত কবরস্থানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের
রাজদারার দক্ষিন মৌজার এসএ ৮০ নং ক্ষতিয়ানের (৩০৭ হাল দাগ)- ৯৯ নং দাগের ৩০ শতক কবরস্থানের জমির রেকর্ড ভুলবশত ডিসি খাস খতিয়ানে চলে যায়। ওই জমি গ্রাম্য মালিকানাধীন দাবী করে ব্যবহিত কবরস্থানের জমি ফিরে পেতে কবরস্থানের সামনে এলাকাবাসী মানববন্ধন করে।

গ্রামবাসী মানববন্ধনে জমির মালিকানা ও রেকর্ডীয় দাবী করে তারা বলেন, এসএ রেকর্ড অনুযায়ী দলিল সূত্রে আমরা এই জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসতেছি।
বর্তমান ১নং খতিয়ানে অজ্ঞতাবশত আমাদের নাম কর্তন হয়েছে। এমতবস্থায় উক্ত দাগের জমিতে সরকার কর্তৃক ডিসি খতিয়ানে অন্তভূক্ত হয়েছে। যা আমাদের উপর জুলুম করা হচ্ছে। তারা সরকারের নিকট জমির রেকর্ড সংশোধন করে গ্রাম্য মালিকানাদীন জমি ফিরিয়ে দেয়ার দাবী জানান।

মানববন্ধনে আরও বক্তারা বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওই গ্রামের বাড়িঘর আগুনে পুড়ো যাওয়ার কারনে দলিল ও জমির যাবতীয় কাগজপত্র পুড়ে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক ভাবে গুরুত্ব না দেওয়ায় ডিসি খতিয়ানে চলে যায়।

এসময় দুই গ্রামবাসীর পক্ষে বক্তব্যদেন..
আব্দুল গফুর, মনু মিয়া আব্দুল আহাদ খাঁ, নুরুল হক,আবুল কালাম,আবুল খয়ের,জসিম উদ্দিন সরকার, ফারুক আহমেদ, ফয়জ্জনুর,তাজুল ইসলাম,জব্বার মিয়া,আঃ মানিক,আঃ রহিম,,হারুন মিয়া প্রমুখ। মানববন্ধনে দুই গ্রামের কয়েক শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *