দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি;
এম, এইচ, শাহজাহান আকন্দ, দোয়ারাবাজারে টিসিবি’র খোলা প্যাকেট নিয়ে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন নিযুক্ত ডিলার কৃপা সিন্ধু রায় ভানু। রোববার দুপুর দোয়ারাবাজার প্রেসক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ডালের প্যাকেট গুদাম থেকে নিয়ে আসার সময় কিছু কিছু প্যাকে ফেটে যায়। এসব প্যাকেট থেকে ডাল খালি করে সাদা পলিথিনে করে ভোক্তাদের দেয়া হয়। খালি প্যাকেটগুলো ফেলে দিয়েছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ লোকজন ২০/২৫টি খোলা প্যাকেট নিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। গত রমজান মাসে ওজনে কম দেওয়ার বিষয়টিও অহেতুক। গত রমজান মাসে ডিসি স্যার তাঁর লোক দিয়ে প্যাকেট করেছেন। এসব প্যাকেটের কোনো কোনোটিতে পণ্য কম ছিল কোনোটিতে বেশি ছিল। এসবের কোন ভিত্তি নেই। সম্প্রতি ফেটে যাওয়া কয়েকটি প্যাকেট ফেলে দিলে তার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম বলেন, টিসিবি’র ডালের খোলা প্যাকেটের ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ##