এম এইচ,শাহজাহান আকন্দ; দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি পরবর্তী এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্রের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা মোহাম্মদ সালেহীন, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, খাদ্য গুদাম কর্মকর্তা মো.সেলিম হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ প্রমুখ। বিকেলে মেলা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন