দোয়ারাবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের২ সদস্য আটক

সুনামগঞ্জ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স
উদ্ধার করা হয়েছে।

সোমবার(১৫ জানুয়ারী) দুপুরে জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,সুনামগঞ্জ সদর থানার সাদকপুর গ্রামের মৃত আসলাম আলীর পুত্র মোঃ আক্কাছ আলী (২২) ও দোয়ারাবাজার থানার আইমা পিরিজপুর গ্রামের -মোঃ মঞ্জুর আলীর পুত্র মোঃ সুমন মিয়া (৩৩)।

পুলিশ সুত্রে যানাযায়,সোমবার দুপুরে বিক্রয় ও বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর সহকারী প্রকৌশলী সাকিব আহম্মদ মোবাইল ফোনের মাধ্যমে জানান গত রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের মোঃ শহিদ মিয়ার বসতবাড়ীর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর বৈদ্যুতিক খুটির উপরে রক্ষিত ট্রান্সফরমার এর কপার তার ও সার্কিট বেকার অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া গিয়াছে। সংবাদ প্রাপ্তীর পর তাৎক্ষনিক এসআই মুহাম্মদ আসলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগনের সহায়তায় চোর সন্দেহে মোঃ আক্কাছ আলী (২২) মোঃ সুমন মিয়া (৩৩)কে আটক করেন। উপস্থিত লোকজনদের সামনে জিজ্ঞাসাবাদ করলে ৯৫ আর এম কপার তার ৫৫ মিটার যাহার মূল্য অনুমান ২৬০০০/-(ছাব্বিশ হাজার) টাকা ও ০২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স যাহার মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা সহ সর্বমোট ৩৬,০০০/-(ছয়ত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করিয়াছে মর্মে স্বীকার করে।আটককৃতদের দেখানো মতে আইমা নোয়াগাঁও জামে মসজিদের পূর্ব পাশে জনৈক আব্দুল ছবুর এর জমি হইতে ০২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স উদ্ধার করে জব্দ করেন। পরবর্তীতে সহকারী প্রকৌশলী সাকিব আহম্মদ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.বদরুল হাসান বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে আটকের পর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *