দোয়ারাবাজারে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ

এম,এইচ,শাহজাহান আকন্দ-ছাতক,
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:-

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় তৈরী ৭৫বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাওঁ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকালে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাওঁ গ্রামের যাতায়াতের রাস্তার উপর অভিযান চালিয়ে কবির হোসেনের হেফাজতে থাকা ৭৫বোতল অফিসার চয়েজ মদ জব্ধ করে ও কবির হোসেনকে আটক করা হয়। আটককৃত কবির হোসেনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বদরুল হাসান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরোদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *