দোয়ারা বাজারে ৫০ লক্ষ টাকার রাস্তার কাজে অনিয়ম নির্মাণ কাজ বন্ধ

সুনামগঞ্জ

দোয়ারা প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে সিরাজপুর গ্রামে ইট – সলিং য়ের একটি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্হানীয় জনগন। দোয়ারা বাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)রআওতায় ইট সলিংয়ে রাস্তা নির্মাণ কাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগে পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায়( পিআইও)র তত্ববধানে চলছে এই নির্মাণ কাজ। রাস্তা নির্মাণ একে নিম্নমানের ইট,পরিমানে কম ও মাটি যুক্ত বালু ব্যবহার করা হয়েছে। এছাড়া ও সড়কের পাশে থাকা হোডিং ওয়াল গুলো ও একে বারে নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। (পিআইও) অফিস সুত্রে জানাযায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে দুর্যোগ ও ব্যবস্থাপনাওত্রাণ মন্ত্রণালয়ের আওতায়( পিআইও) তত্ববধানে চলিত বছরের মার্চ মাসে উপজেলার নরসিংপুর – মরা গাং সড়কের ডালার পাড় সিরাজ পুর নামক এলাকায় ৫০ লক্ষ টাকার প্রায় ১কিলোমিটার রাস্তার কাজ শুরু করাহয়। বন্যার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাই মাসে পূনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকা বাসির অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছে মতো সড়কে নিম্নমানের কাজ করছেন ঠিকাদার কাজের শুরু থেকেই তদারকি প্রতিষ্ঠানের যোগ সাজশে ঠিকাদার তড়িঘড়ি করে এসব অনিয়ম করে চলছে। একে বারে নিম্নমানের কাজ হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোমবার (১২সেপ্টেম্বর) সড়কের কাজে বাঁধা দেন। তারপর এলাকাবাসী দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা (পিআইও) আম্বিয়া আহমদ কে বিষয় টি জানান। সরে জমিনে দেখা গেছে সড়কে নিম্নমানের ইট, বালু পরিমাণ কম ও সড়কের পাশের হেডিং ওয়াল গুলো একে বারে যেন তেন ভাবে নিম্নমানের ইট দিয়ে নির্মাণ কাজ হয়েছে অপর দিকে শ্রমিক রা বলেছেন ঠিকাদার যে রকম ইট,বালু দিচ্ছেন তা দিয়েই তাদের রাস্তা নির্মাণ করতে হচ্ছে এসময় স্হানীয়রা তদারকি প্রতিঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি করেন এক পর্যায়ে নরসিংপুর ইউনিয়নের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুনামগঞ্জের আওতায় বাস্তবায়িত কাজ গুলো সঠিক ভাবে অন্তত একবার করা হোক। তা হলে অনেক অনিয়ম দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। এ বিষয়ে স্হানীয় ইউপি সদস্য সাজ্জাদুর রহমান রাস্তার কাজে অনিয়মের সত্যতা নিশ্চিত করে জানান স্হানীয়দের অভিযোগ এর প্রেক্ষিতে সরে জমিনে গিয়ে রাস্তার কাজে অনিয়ম দেখতে পাই। দোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ রাস্তার কাজে অনিয়মের বিষয় টি অস্বীকার করে বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে প্রতিদিন কাজের তদারকি করা হচ্ছে, কোন অনিয়ম দেখিনি। তবুও যদি কোন অনিয়ম লক্ষ করা যায় আমরা ব্যবস্থা নিবো ।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *