আকরাম হোসেন নরসিংদী প্রতিনিধি:-
অদ্য (৬ই মার্চ) রোজ সোমবার প্রতিষ্ঠান মাঠ প্রাঙ্গণে ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল মন্ত্রী ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এম. সায়েদুল ইসলাম। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ। এতে পৃষ্ঠপোষকতা প্রদান করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়লা কানিজ লাকী এবং পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোগল হোসেন, আদিয়াবাদ ও ইউপি চেয়ারম্যান হাজী মো. সেলিম, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, হাইরমারা ইউপি সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা, মিসেস সিদ্দিক আহমেদ, রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা ডলি, পলাশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. সারোয়ার হোসেন ভূঁইয়া, আজীবন দাতা সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া তপন, ডা. সারোয়ার জাহান ভূঁইয়া, মনির আহমেদ (খোকন), মোস্তফা আহমেদ, মো. শাহ আলম, মো. সেলিম আহমেদ প্রমূখ।
ক্রীড়ানুষ্ঠানে নৈপুণ্য ক্রীড়াশৈলী ছাড়াও নজরকাড়া ডিসপ্লে প্রদর্শিত হয়। ক্রীড়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মাহবুব হোসেন, সহকারী শিক্ষক আপেল মাহমুদ, কামাল হোসেন এবং সুলতানা আক্তার। বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি করা হয়।
শেয়ার করুন