নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

জাতীয়

 

নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালন করেছেন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং বেলা সাড়ে ১১টায় লেংগুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের সাথে দোয়া মোনাজাতে শরিক হউন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুহেল রানা, যুগ্ম আহ্বায়ক -১ আওয়াল মিয়া নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আল ইমরান ও নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোজাম্মেল হক সহ তার নেতা কর্মী বৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে তাদের লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী নামক স্থানে সমাহিত করা হয়। যা বর্তমানে সাত শহীদের মাজার নামে পরিচিত।
শহীদ মুক্তিযোদ্ধারা হলেন নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *