সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান।
শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে তাদেরকে প্রাথমিক সদস্যপদ সকল চলতি সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, যারাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই প্রহসনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তাদের দলে জায়গা হবে না।
শেয়ার করুন