নির্বাচন পর্যবেক্ষণে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ৮০ পর্যবেক্ষকের আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ভোটের খবর সংগ্রহে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীও বাংলাদেশে আসছেন।মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণে এবার বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন।সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, মরিশাসসহ ১১টি দেশের ৮০ জনের মতো নির্বাচন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বিদেশি মিশন এবং সংস্থাগুলোকে আগে চিঠি দেয়া হয়েছিল।কর্মকর্তারা আরও জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণে যেসব বিদেশি পর্যবেক্ষক আসবেন, তাদের থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে। অন্যদিকে যারা নিজ উদ্যোগে আসছেন তাদের নিজেদেরই খরচ বহন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *