মোংলায় ইয়ুথ এ্যাম্বাসেডর প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফিজি মোংলার আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ’র সহায়তায় “ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট প্রশিক্ষণ” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের প্রধান তুহিন আফসারি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪ টায় মোংলা প্রেস ক্লাবে এ সনদ পত্র বিতরণ করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের নবাগত নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জাফর রানা, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের এসপিএল প্রোজেক্ট’র বাগেরহাট জেলা সমন্বয়কারি সুকমল মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক হাছিব সরদার প্রমূখ।

এর আগে রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাবে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *