নুডলস খেতে গিয়ে গলায় আটকে গেল সেফটিপিন!

জাতীয়

নুডলস খেতে গিয়ে গলায় সেফটিপিন আটকে অসুস্থ হয়ে পড়েছে জিদনী (৩) নামে এক শিশু।

বুধবার (২৪ আগস্ট) রাতে নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকার শফিকুল ইসলামের তিন বছরের মেয়ে জিদনী। বুধবার রাতে মেয়েকে নুডলস খেতে দেন মা জুলেখা বেগম। এ সময় নুডলসের সঙ্গে থাকা একটি সেফটিপিন খেয়ে ফেলে শিশুটি। এরপর তা গলায় আটকে গেলে শিশুটি বমি করতে শুরু করে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, নুডলস খাওয়ানোর পর জিদনীর গলায় কী যেন আটকে যায়। তৎক্ষণাৎ বমি করতে শুরু করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বাঘার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই জিদনীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়।

শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জিদনীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এরপর ভুক্তভোগী শিশুটিকে নিয়ে দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় তার পরিবার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *