আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তান আয়োজক হলে ভারত যে সফর করবে না তা অনেক পুরোনো খবর। নতুন খবর হলো, ভারত না আসলে বিশ্বকাপে পাকিস্তানে যাবে না প্রতিবেশী দেশটি।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্যানুযায়ী, পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলার ভারতের পরিবর্তে বাংলাদেশে খেলবে।
ভারত এই টুর্নামেন্টের আয়োজক কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষিতে আইসিসি পর্যায়ে এই ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে, হাইব্রিড এশিয়া কাপ মডেলটিকে সমাধান হিসেবে দেখা হচ্ছে।
এদিকে পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করছে কিন্তু ভারত তাদের খেলা খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
শেয়ার করুন