সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঠানটুলার সানরাইজ টাওয়ারের পাঁচতলায় গোলাম কিবরিয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ এক নারীকে আহতাবস্তায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া তেমন কোন বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল হাসান।
বাসার বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, বাসার রান্নাঘরে গৃহকর্মী সাহেরা বেগম (৫০) কাজ করার সময় হঠাৎ করেই প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে বাসার অন্যান্যরা এসে পুরো রুমসহ গৃহকর্মী ওই নারীর শরীরে আগুন দেখতে পান। সাথে সাথে টাওয়ারের অন্যান্যদের সহায়তায় আগুন নিভিয়ে দগ্ধ গৃহকর্মীকে হাসপাতালে প্রেরণ করেন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল হাসান বলেন, অগ্নিকাণ্ডে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও বাসার দরজা-জানালাসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে বলেও জানান তিনি।
শেয়ার করুন