
স্টাফ রিপোর্টার : অবশেষে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থীদের টানা ৫ দিন ক্লাস পরীক্ষা বর্জনের পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই দাবি মানতে বাধ্য হয়। গতকাল শনিবার এ সংক্রান্ত নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। স্মারক নং পিএমসি/অধ্যক্ষ/২০২৫/৪৪১ (৪) (১৮/১০/২০২৫)।
নোটিশে বলা হয়, পার্কভিউ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জানানো যাচ্ছে, এই সভার সিদ্ধান্ত এখনো বলবৎ রয়েছে। তাই কলেজের নাম ব্যবহার করে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। প্রতিষ্ঠানে শিক্ষার পরিবশে ও শৃঙ্খলা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
তবে কলেজের নামে ছাত্রদলের কমিটি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ইবনে মাহবুব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক সামিকে ও সাংগঠনিক সম্পাদক জুম্মান সারওয়ারের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করার লিখিত কোনো উল্লেখ নেই। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রিন্সিপাল অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৈৗমিক তাদেরকে আশ^স্ত করেছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্কভিউ মেডিকেল কলেজে কোনো ছাত্র সংগঠনের কমিটি না থাকলেও দূর্গা পূজার ছুটি শুরুর আগের দিন গত ২৫ সেপ্টেম্বর কলেজে প্রথম কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।
পূজার ছুটি শেষে গত ১২ অক্টোবর কলেজ খুললে বিষয়টি জানাজানি হয়। ছাত্র সংগঠনের কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হলে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক ও ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, ছাত্রদলের কমিটির নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং কলেজের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ মর্মে বিল বোর্ড স্থাপন, ভর্তির সময় শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে অবহিত করা ও তা প্রসপেক্টাসে উল্লেখ করার দাবি জানিয়ে গত ১৪ অক্টোবর থেকে ক্লাস ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।
টানা ৫ দিন ক্লাস পরীক্ষা বর্জনের পর অবশেষে সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ। ফলে কলেজের নামে কোনো শিক্ষার্থী ছাত্র সংগঠনের সদস্যসহ রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারবেন না। কেউ আদেশ অমান্য করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উরেøখ্য, শনিবার (১৮ অক্টোবর) দৈনিক জালালাবাদে ‘পার্কভিউ মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণায় অচলাবস্থা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পরে ছাত্র রাজনীতি নিয়ে নড়ে চড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। পরে গতকাল শনিবার নোটিশ জারি করে কলেজে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
শেয়ার করুন