সাকিব আমাকে মারতে এসেছিলেন : ব্যারিস্টার সুমন

সিলেট

মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে সব সময় খবরের শিরোনামে থাকেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আবারও আলোচনায় এলেন তিনি। দুবাইতে বিতর্কিত ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব। চলমান এই ইস্যুর মধ্যেই সাকিবকে নিয়ে রীতিমত বোমা ফাটালেন ব্যারিস্টার সুমন।

বৃহস্পতিবার ( ১৬ মার্চ) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ব্যারিস্টার সুমন সাকিবকে নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান, আমাদের একজন নামি ক্রিকেটার। যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। যারা সেলিব্রেটি আছি, তাদেরকে যে-কেউ দাওয়াত দিলে যেতেই পারেন। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না।’

সুমন আরও বলেন, ‘কিন্তু যখন আমি জানতে পারলাম যে, ডিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল, আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি। পাশাপাশি তিনি এখন পলাতক অবস্থায় রয়েছেন। ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে আনা চেষ্টা করছি। তারপরও সাকিব আল হাসান তার দোকান উদ্বোধন করতে গেছেন। আমার কাছে মনে হয়েছে, এটা যে একটা অপরাধ, সেটা তিনি জানেন কিনা! সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না।’

ব্যরিস্টার সুমন আরও বলেন, ‘সাকিব আল হাসানের যারা অনুসারী আছেন, তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই—যে সাকিব আল হাসানকে আপনারা চেনেন,  কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তাকে অনুরোধ করেছিলাম, যাতে জুয়ার সঙ্গে সে সম্পৃক্ত না হয়, আমি বলেছিলাম জুয়ার সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য তিন লাখ টাকা লাগলে আমি তাও দিতে রাজি। সাকিব আল হাসান এমন একজন মানুষ, যিনি কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না।’

এই আইনজীবী আরও বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সিরিজ হয়, সেখানে তার সঙ্গে আমার হোটেল সোনারগাঁওয়ে দেখা হয়েছিল। ওই সময় আমাকে দেখে সে পুলিশ এবং বিসিবি কর্মকতার্দের সামনে আমাকে মারতে এসেছিল এবং আমেরিকান কিছু লোকজন ছিল, যাদের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। তাদের সামনে সবাইকে অগ্রাহ্য করে আমাকে মারতে আসছিলেন। আমি কিছু বলিনি।’

সুমন বলেন, ‘পুলিশরা আইস্যা আমাকে বলল, বাদ দেন ভাই। সে সেলিব্রেটি, তার কথা বলে লাভ নাই। এবং আমিও মনে করেছিলাম, সে সেলিব্রেটি মানুষ, আমি যদি মাইরও খাই, তাহলে আপনাদের কার কাছে বিচার দেব। তারপরও কোনো কথা আমি বলি নাই।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আজকে আমার কাছে মনে হইছে, জুয়া থেকে শুরু করে আজকে দুবাইতে এই উদ্বোধন পর্যন্ত। আমার কাছে মনে হইছে—বিদ্বান যদি খারাপ মানুষ হয়, তাহলেও পরিতাহ্য। যত যোগ্য মানুষই হোক, আগে মানুষ হিসেবে যদি ভালে না হয়, তাহলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নেই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *