পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে শুক্রবার সিলেটে সংহতি সমাবেশ

সিলেট

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৩টায়,সিলেটে কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংহতি সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য দেবেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান,পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী, প্রমূখ । এছাড়াও স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংহতি সমাবেশের শুরুতে উদীচী জেলা সংসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সিলেট এর আহবায়ক, জাসদ সভাপতি লোকমান আহমদ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সিলেট এর সদস্য সচিব,বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর অদ্য ২০সেপ্টেম্বর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ২২সেপ্টেম্বর শুক্রবার সিলেট বিভাগীয় সংহতি সমাবেশ সফল করার জন্য সিলেটের সকল  প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *