সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেট।
শনিবার (১৬ মার্চ শনিবার) জামেয়ার প্রাঙ্গনে আয়োজিত প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল পরিণত হয় এমন এক মিলনমেলায়।
দীর্ঘদিন পর সবাই কর্মব্যস্ততা ফেলে ছুটে এসেছিলে প্রিয় প্রতিষ্টানের ইফতারে। জামেয়া প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও আনন্দময়। প্রতিষ্টার পর থেকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এতে যোগ দেন।
অনুষ্ঠানে জামেয়ার সাবেক শিক্ষার্থীরা পরিচিত মুখ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে অনেকের সাথেই দেখা হয়ে ওঠেনি নানান কর্মব্যস্ততায়। সাবেক এই শিক্ষার্থীরা জামেয়ায় পড়াশোনা চলাকালীন পরিচিত সব মুখ এক ছাদের নিচে দেখতে পেয়ে উল্লাসে মেতে উঠেন। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
শেয়ার করুন