ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত

সিলেট

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ পৌর শহর।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা পৌর শহরে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে খন্ড খন্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ ও ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ এ রকম নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় মানবতাবিরোধী অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।

শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পরপরই পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা গেটের সামন থেকে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পৃথক ব্যানারে ব্যানারে বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থা, ফ্রেন্ডস স্টাফ বিশ্বনাথ ও স্বপ্নচূড়া ইসলামমী তরুণ সংঘ বিক্ষোভ করে।

এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে’সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিলে শিশুদের প্রতিকী লাশ নিয়ে অংশ নেন বিক্ষোভকারীরা।
বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা মুখতার হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবীদ ও সংগঠক আমজাদ হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা ফারহান হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ খান, ছাত্রনেতা শাহ টিপু, মো. শিমুল, সংগঠক আব্দুল্লাহ আবির, মো. রিপন আহমদ, আশরাফুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *