ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের প্রজেক্ট পরিবেশ বন্ধু বাস্তবায়িত।

সুনামগঞ্জ

সিলেটলাইন২৪.ডেস্ক নিউজঃ–সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বৃহওম সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ করার লক্ষ্য নিয়ে প্রজেক্ট পরিবেশ বন্ধু নামে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা পরিচালনা করে।উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি ২৮ আগষ্ট,২০২২ ইং থেকে শুরু হয়ে ১১ ই সেপ্টেম্বর,২০২২ ইংরেজি তারিখে শেষ হয়।সমগ্র জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি পৌরসভা এবং ৮ টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের প্রায় ১০০+ সদস্য ভিন্ন ভিন্ন টিমে বিভক্ত হয়ে প্রায় ১২০০ টি বৃক্ষ রোপণ করেন।সংগঠনের সদস্যগণ স্বেচ্ছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গাছের চারা রোপণ কার্যক্রম পরিচালনা করেন।সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও অন্যান্য সদস্যদের ভাষ্যমতে,গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি পূরণ করে।তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি পূরণের নিমিত্তে আমাদের ফেয়ার ফেইস জগন্নাথপুর প্রজেক্টঃ পরিবেশ বন্ধুর মাধ্যমে সমগ্র উপজেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করেছি।এছাড়াও সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও স্হায়ী কমিটির মহাসচিব এম.শামীম আহমেদ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সমগ্র জগন্নাথপুর উপজেলাকে বনায়নে পরিপূর্ণ করার জন্যই আমাদের প্রজেক্ট পরিবেশ বন্ধু।যা আমরা বাস্তবায়ন করেছি।
সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান মিনহাজ ও প্রতিষ্টাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন,জগন্নাথপুর উপজেলাকে সবুজের ভান্ডারে পরিপূর্ণ করার নিমিত্তেই আমাদের ক্ষুদ্র প্রয়াস প্রজেক্ট পরিবেশ বন্ধু যা সফল ভাবে সম্পন্ন হয়েছে।সংগঠনের প্রতিষ্টাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রিংকু চন্দ বলেন,জীব বৈচিত্র্য ও প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি পূরণের নিমিত্তে বনায়ন বা বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম।
বৃক্ষ রোপণ কার্যক্রমের আওতাধীন উপজেলার উল্লেখ যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো জগন্নাথপুর সরকারি কলেজ,ইকরছই হাফিজিয়া দাখিল মাদ্রাসা,শাহজালাল মহাবিদ্যালয়,স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়,জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়,আবদুল খালিক উচ্চ বিদ্যালয়,ইকরছই সরকারি প্রাথমিক বিদ্যালয়,উওর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইলগাও বি.এন উচ্চ বিদ্যালয়,হাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় সহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
শাহজালাল মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এম.এ. মতিন বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ নিঃসন্দেহে একটি ভালো কাজ।ফেয়ার ফেইস জগন্নাথপুর নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার দাবীদার।উল্লেখ্য ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের প্রজেক্ট পরিবেশ বন্ধু গত ২৮ শে আগষ্ট,২০২২ ইং শুরু হয়ে আজ ১১ ই সেপ্টেম্বর,২০২২ ইং তারিখে প্রায় দুই সপ্তাহ ব্যাপী চলমান থেকে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *