সিলেট মাহনগরীর ব্যস্ততম এলাকা বন্দরবাজর। সন্ধ্যা হলেই এই ব্যস্ততম জায়গাটি হকারদের দখলে চলে যায়। বিভিন্ন ধরণের শাক-সবজি ও ফলমূলের দোকান বসে রাস্তা দখল করে। যা চলে দীর্ঘ রাত পর্যন্ত। রাস্তা দখল করে অস্থায়ী এই দোকানগুলো বসায় যানযট লেগে থাকে সবসময়। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারন পথচারীদের।
পথচারীরা বলছেন, সন্ধা হলেই এসব হকররা রাস্তা দখল করে রাখে, যার ফলে দীর্ঘ যানযট দেখা দেয়। এসব বিষয়ে অচিরেই ব্যবস্থা নেয়া দরকার।
শেয়ার করুন