ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বন্যার্ত মানুষদের স্বাস্থ্যসেবা দিতে ছাতক পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়েছে। সোমবার সকালে শহরের নোয়ারাই পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। মেডিকেল ক্যাম্পে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ শতাধিক নারী, পুরুষ ও শিশু মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা গ্রহন করেন। মেয়র আবুল কালাম চৌধুরী সহ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী পৌর কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ দীপ্ত শর্মা ও ডাঃ প্রীতম দাস মিথুন। ক্যাম্পে আসা রোগীদের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করেন পৌরসভার লাভলী ব্যানার্জ্জী, কুন্তলা রায়, অজিত কুমার দাস, বিজয় পাল, জুয়েল রায়, আব্দুল মালিক রানা, দানিয়া নিজামী জন প্রমূখ।##
শেয়ার করুন