বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী উদযাপন

মৌলভীবাজার

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

পথচলার ২৫ বছরে প্রেসক্লাব কুলাউড়া। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব কুলাউড়ার রজতজয়ন্তী অনুষ্টান পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর দুপুরে কুলাউড়া পৌর শহরে আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটা ও আলোচনা অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি অফিস মিলানায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্টাতা সভাপতি স্বপন কুমার দেব রতন,সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সহ-সভাপতি মানজুরুল হক, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সহ-সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির,সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর,সদস্য মিন্টু দেশোয়ারা, আব্দুল আহাদ প্রমূখ।
অনুষ্টানে বক্তারা বলেন, কুলাউড়ার সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকল সদস্যরা বলিষ্ট ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন,আব্দুল বাছিত বাচ্চু,কয়ছর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *