বস্তার আড়ালে চলছে সরকারি জমিতে মার্কেট নির্মাণ

সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন থেকে মাত্র ৭০০ গজ দূরের ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি জায়গা দখলের পর বস্তা দিয়ে ঢেকে চলছে মার্কেট নির্মাণের কাজ। অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহল প্রশাসনকে ম্যানেজ করে মার্কেটটি নির্মাণ করছে। ইউনিয়ন ভূমি অফিস দুই দফা জৈন্তাপুর সহকারী কমিশনার (ভূমি) রীপা মনি দেবীকে এ বিষয়ে চিঠি দিলেও  এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তিনি।

কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, জৈন্তাপুর উপজেলার নিজপাট মৌজার জেএল নম্বর ১৮ এর ১ নম্বর খতিয়ানভুক্ত ৮৮৫ নং দাগের বাড়ি রকম ৫ শতক ভূমি ও একই খতিয়ানভুক্ত ৮৮৬ নং দাগের নালা রকম ১৬ শতক ভূমির অবস্থান। এসএ রেকর্ডেও ওই ভূমি ১ নম্বর খতিয়ানভুক্ত। ওই জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছেন জৈন্তাপুর উপজেলার নিজপাট পানিয়ারাহাটি গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে আরজু মিয়া। তিনি উপজেলা প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ওই জায়গাতেই মার্কেট নির্মাণ করছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *