হামহাম জলপ্রপাত সড়কের বাঁশ বাগানে আগুন

সিলেট

সিলেট বন বিভাগের আওতাধীন হামহাম জলপ্রপাত সড়কের সুনারায় বাঁশ বাগান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি বনের ভেতরে আগুনের এ ঘটনা ঘটে।

রাতে কিছু পর্যটক বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগানসহ প্রায় তিন একরের বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে যায়।

গতকাল সোমবার রাতে হামহাম জলপ্রপাতে ঘুরতে যাওয়া কয়েকজন পর্যটক জানান, হামহাম জলপ্রপাতে যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গা জুড়ে আগুন লেগেছে। আগুনের প্রচুর তাপ ছিল। রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পরে বন থেকে বেরিয়ে আসতে হয়েছে। আগুনে অনেক গাছের গুঁড়া (মোথা) পুড়ে গেছে। এ বনের সেগুন গাছ পাচার নিয়েও গুঞ্জন রয়েছে। আগুনের নেপথ্যে আলামত নষ্ট কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে?

বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগার খবর মিলে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বেশ কিছু বাঁশ পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউই জানে না।

রাজকান্দি বনের কুরমা বনবিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, বনে আগুন লাগার খবর পেয়ে বন কর্মীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হয়। আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

বনের গাছ পাচারের আলামত নষ্ট করতে এ আগুন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের দুদিন আগে এখানে যোগদান করেছি। এখনো পুরো বন চেনাই হয়নি। এমনটা হলে তদন্ত করে দেখা হবে।

বনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, কীভাবে বনে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। এখনো ঘটনাস্থল সরেজমিন দেখা হয়নি।

তবে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে বলেন, বনে আগুন লাগার বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *